আইএসআইএল নিজেদের চার সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,এপ্রিলঃ ইরাকে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তার চার জন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে।

    ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএসআইএল-এর শীর্ষস্থানীয় কমান্ডার হওয়া সত্ত্বেও তারা দেশটির সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষের সময় পালিয়ে গিয়েছিলেন। আর এ অপরাধেই তাদের প্রাণদণ্ড দেয়ার নির্দেশ দেয় আইএসআইএল-এর প্রধান তথা স্বঘোষিত খলিফা ইব্রাহিম আস সামারায়ি ওরফে আবু বকর আল-বাগদাদি।

    ইংরেজি দৈনিক ‘ইরাকি নিউজ’ জানিয়েছে, বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরে ফায়ারিং স্কোয়াডে গুলি চালিয়ে এই কমান্ডারদের হত্যা করা হয়।
    এই কমান্ডারদের গ্রেফতার করা হয়েছিল দুই মাস আগে। তারা মুকাদ্দিয়াহ শহরে ইরাকি সেনাদের হামলার মুখে পালিয়ে যায়।

    যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১১ই ফেব্রুয়ারি দুই ডজন আইএসআইএল-যোদ্ধাকে ফায়ারিং স্কোয়াডে গুলি চালিয়ে হত্যা করা হয়।
    এর আগেও যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার দায় ফায়ারিং স্কোয়াডে গুলি চালিয়ে নিজের বহু সদস্যকে হত্যা করেছে আইএসআইএল।ইরনা