অ্যাটর্নি জেনারেল মৌলভীবাজারের কৃতি সন্তান এ এম আমিন উদ্দিনকে

    0
    495

    অভিনন্দন জানালেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

     

    মিনহাজ তানভীর,নিজস্ব প্রতিনিধিঃ নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন। বৃহস্প‌তিবার (০৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

    তি‌নি বলেন, রাষ্ট্রপতি নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন।বৃহস্প‌তিবার (০৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

    তি‌নি আরো বলেন, রাষ্ট্রপতি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

    অভিনন্দনঃ সিলেটবাসীর গর্ব ও অহংকার, মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার কৃতি সন্তান সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি ও সাবেক সম্পাদকের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করে এ এম আমিন উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
    এক অভিনন্দন বার্তায় উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে এ এম আমিন উদ্দিনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।