অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    0
    398

    ঢাকা, ২১ এপ্রিল : অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে আজ রবিবার দুপুর ২টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অস্থায়ী রাষ্ট্রপতির সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আবদুল হামিদকে অভিনন্দন জানান। জাতীয় সংসদ সদস্যরাও আলাদাভাবে অস্থায়ী রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তাবে অভিনন্দন জানিয়েছেন। এর আগে আজ রবিবার দুপুর ২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে অস্থায়ী রাষ্ট্রপতির কার্যালয়ে যান। বেলা পৌনে ৩টায় অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করেন প্রধানমন্ত্রী।

    অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
    অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসাদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারও আগে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক চলাকালে দুপুর ১২টা ৪৪ মিনিটে অস্থায়ী রাষ্ট্রপতি তার সংসদ ভবনের কার্যালয়ে আসেন।

    আজ সকাল ১১টার পর আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে আবদুল হামিদকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়।