অস্ট্রেলিয়ার লিলি বেতন না বাড়ানোয় কোচিং পদ ছাড়লেন

    0
    203

    আমারসিলেট24ডটকম,০৬মেঃ বেতন বাড়ানোর দাবী প্রত্যাখ্যাত হওয়ায় অস্টেলিয়ান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ফাস্ট বোলিং মেন্টর ডেনিস লিলি।
    গত বছর থেকে খন্ডকালীন হিসেবে অস্ট্রেলিয়া জাতীয় দলকে দিক-নির্দেশনা ও কোচিং পরামর্শ দিয়ে আসছিলেন সাবেক এ গ্রেট এবং মিচেল জনসনের ক্যারিয় রের পুনর্জাগরণের মূল নায়ক ছিলেন তিনি।
    দলের ফাস্ট বোলারদের টেকনিক্যাল সমস্যা সমাধানের এবং এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ করা ও তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যাবধানে টেস্ট সিরিজ জয়ের সকল কৃতিত্বই তার পাওনা।
    ফাস্ট বোলার প্যাট কামিন্স ও অলরাউন্ডার জেমস ফকনারের সঙ্গেও কাজ কাজ করেছেন লিলি।
    ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে জানায় ‘চুক্তি রক্ষা ব্যর্থ হওয়ার’ পর দুই পক্ষই সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে।
    একজন মুখপাত্র জানান, ‘দু:খজনকভাবে তার চুক্তি নবায়নের জন্য ক্রিকেটে অস্ট্রেলিয়ার দেয়া প্রস্তাব লিলি গ্রহণ করেননি।’
    ‘তিনি খেলাটির কিংবদন্তী এবং যে কোনভাবে তিনি যদি আবার ফিরতে চান তবে তার জন্য দরজা খোলা আছে।’
    গত ফেব্রুয়ারি মাসে এক বেতার সাক্ষাৎকারে লিলি বলেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া তার পারিশ্রমিক বাড়াচ্ছে না এবং তার চাওয়া পুরন না হলে যে কোন সময় তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।
    ক্রিকেটের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন হিসেবে বিবেচিত লিলি অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৭০ টেষ্টে ৩৫৫ উইকেট শিকার করেন।
    চলতি সপ্তাহে ক্রিকেট অস্ট্রেরিয়া ফাস্ট বোলিং কোচ হিসেবে ২০১৬ সাল পর্যন্ত ক্রেইগ ম্যাকডরমটের চুক্তি বৃদ্ধি করার পর চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন লিলি।বাসস