অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন জাবির শিক্ষক ও শিক্ষার্থীরা

    0
    429

    ॥ ফখরুল ইসলাম ফোকন ॥        JaBi

    স্বাধীনতা দিবসে যুদ্ধাপরাধীমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ এতে অংশ নেন। 

    দুপুরে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

    শপথবাক্যে মুক্তিযুদ্ধে শহীদদের চেতনা আমৃত্যু ধারণ ও লালনের অঙ্গীকার করা হয়। 

    এছাড়া মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা, জামায়াত-শিবিরসহ মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সকল সংগঠন নিষিদ্ধ করাসহ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করা হয়।

    এর আগে বেলা এগারোটায় একই স্থানে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

    এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাভার অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সংহতি প্রকাশ করে।