অষ্টগ্রাম বড় হাওরের হাজার হাজার একর জমির ধান শিলাবৃষ্টিতে ঝরে গেছে

    0
    208

    আমারসিলেট24ডটকম,১২এপ্রিলএই মাত্র পাওয়া খবরে জানা যায় যে  কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বড় হাওরের   হাজার হাজার একর জমির ধান শিলাবৃষ্টিতে ঝরে গেছে। যে জমিতে ধান পাকা ছিল, কৃষকরা আজ কি কাল কাটবে এমন শত শত একর জমিতে শুধুমাত্র ধানের শূন্য ডগা গুলো দাড়িয়ে আছে বলে জানান আমাদের প্রতিনিধি সুহেল আহমদ তালুকদার।বাকী ধানের জমিনের অবস্থা কিছুটা কম হলেও তা কাটার খরচও উঠবেনা বলে জানান তিনি।সুহেল আমদের জানান আজ বিকাল সাড়ে ৩টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৬/১৭ মিনিট এমন ভাবে শিলাবৃষ্টি হয়  যে ,১বর্গ ফুটে প্রায় ৫/৬ ইঞ্চি পরিমাণ স্তর পরে যায়।নিমিষেই মাইলের পর মাইল জমিন গুলো  সাদা হয়ে পরে।

    উল্লেক্ষ্য,গত বৎসর ওই হাওরের বেশির ভাগ জমিনের ধান পানিতে ডুবে যায়, ফলে এলাকার কৃষকরা বড় ধরনের অর্থনৈতিক মন্দায় দিন যাপন করেন।এবার শিলাবৃষ্টির কারনে যা হল তাতে অর্থনৈতিকভাবে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে পরবে বলে জানান আমাদের প্রতিনিধি সুহেল। তিনি আরও বলেন,তা থেকে উত্তরনের কোন রাস্তা তাদের সামনে নেই।