অলরাউন্ডারের মর্যাদা হারালেন সাবেক অধিনায়ক সাকিব

    0
    243

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২মার্চঃ কিছুদিন আগেই ক্রিকেটের তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান।তবে আবারও ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের মর্যাদা হারালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

    চলমান বিশ্বকাপে ব্যাটে-বলে র্দুদান্ত পারফরম্যান্স করে সাকিবকে টপকে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। সোমবার আইসিসির ঘোষিত র্যা ঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে আসেন দিলশান। বিশ্বকাপে ৪ ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে সেরা হন তিনি। তার রেটিং পয়েন্ট ৪০৯।

    দ্বিতীয় স্থানে চলে আসা সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৯। বিশ্বকাপে দুই ম্যাচে সাকিব ১০৯ রান ও ২ উইকেট নিয়েছেন।
    ওয়ানডের সেরা অলরাউন্ডারে স্থান হারালেও টেস্ট, টি-২০ সাকিব শীর্ষেই রয়েছেন। ওয়ানডেতে সেরা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স। টানা দুই সেঞ্চুরিতে র্যা ঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে যৌথভাবে হাশিম আমলার সঙ্গে অবস্থান করছেন কুমার সাঙ্গাকারা।

    বোলারদের র্যা ঙ্কিংয়ে অবশ্য বিশ্বকাপের পারফরম্যান্স এখনও বড়সড় রদবদল করতে পারেনি। শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের সাঈদ আজমল। আর দ্বিতীয় স্থানে সুনীল নারিন।