অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন

    0
    661

    আমার সিলেট  24 ডটকম,০৫নভেম্বরঃ তিন মার্কিন অর্থনীতিবিদ এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন। তারা হলেন ইউজিন এফ. ফামা, লার্স পিটার হানসেন ও রবার্ট জে শিলার।সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।সম্পত্তির দাম নিয়ে প্রায়োগিক বিশ্লেষণের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।

    নোবেল কমিটি জানিয়েছে, সম্পদের মূল্য বোঝার ক্ষেত্রে এ তিনজন আলাদা আলাদাভাবে অবদান রেখেছেন।পুরস্কারের অর্থমূল্য ১২ লাখ মার্কিন ডলার তিনজনের মধ্যে সমানভাবে দেওয়া হবে।২০১২ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন আলভিন ই. রথ ও লয়েড এস. শাপলি।নোবেল পুরস্কার কমিটি ইতিমধ্যে ২০১৩ সালের ছয়টি পুরস্কার ঘোষণা করেছে। এ জন্য ১২ কোটি ডলারের পুরস্কার দেওয়া ও হবে।

    অর্থনীতি বিজ্ঞানের এ পুরস্কার নোবেল পুরস্কার নয়। এটিকে অর্থশাস্ত্রের নোবেল বলে গণ্য করা হয়। এটি ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের স্মৃতিতে দেওয়া একটি পুরস্কার।১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থশাস্ত্রে গবেষণার জন্য সুইডেনের বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের স্মরণে এই স্মৃতি পুরস্কারটি চালু করে।