অভিযোগ পাল্টা অভিযোগে শেষ হল ৩ সিটির ভোট,চলছে গণনা

    0
    242

    ডেস্ক নিউজঃ দেশে রাজনৈতিক দলের মার্কায় ভোটে ব্যাপক হারে জালভোটের অভিযোগ, বিক্ষিপ্ত গোলযোগ এবং ভোট বর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন।

    তিন সিটির ৩৯৫ কেন্দ্রে আজ সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পর ঢাকায় নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দীন আহমদ  সাংবাদিকদের বলেন, “কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।”

    তিনি আরও জানান, অনিয়ম ও গোলযোগের কারণে বরিশালে একটি এবং সিলেটে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তবে মাঠ পর্যায়ের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

    এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সচিব বলেন, “ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি অসুন্তুষ্টির কিছু নেই। যে রকম আশঙ্কার কথা বলা হচ্ছিল, সেরকম কিছু ঘটেনি। বরিশালে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কাউন্সিলরদের মধ্যে। সিলেটেও সামান্য সমস্যা হয়েছে। রাজশাহীতে ভালো ভোট হয়েছে।”