অভিযোগঃআগুনে ৩কোটি টাকার আগারবাগান পুড়ে ছাঁই!

    0
    198

    জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজরের জুড়ীতে দূর্বৃত্তের দেয়া আগুনে আগার বাগান পুড়ে ছাঁই হয়ে গেছে । আগুনে পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
    জানা গেছে, শুক্রবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব চাটেরা,বাহাদুরপুর ও পূর্ব হামিদপুর গ্রামে চৌধরী আয়শা খালিক গার্ডেন, সজ্জাদ আলী ও ইমান আলীর মালিকানাধীন আগর বাগানে দুর্রৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাগানে। নিধন হয় প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রতীক আতর শিল্পের প্রধান উপকরণ আগর গাছ। এতে পড়েযায় প্রায় ৬০ হাজার গাছ। আগুন নিয়ন্ত্রনে আনতে ছুটে আসেন স্থানীয় এলাকার লোকজনসহ পথচারীরা। পরে কুলাউড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ৪ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩ টি বাগানের ৪৮ বিগা জমির আগর গাছসহ অন্যান্য গাছ ও বিভিন্ন ধরনের গাছের চারা পুড়েছে।এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন বন্য প্রাণী আগুনে পুড়ে গেছে।
    চৌধুরী আয়শা খালেক গার্ডেন সত্ত্বাধিকারী জায়েদ আনোয়ার চৌধুরী জানান, পুর্বশত্রূতার জেরে দূর্বৃত্তরা আগর বাগানে আগুন দিয়ে পালিয়ে গেছে । এ কেমন শত্রুতা !
    এ ব্যাপারে জুড়ী থানা অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম সরদার বলেন, থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।