অবৈধ প্রেমের ফসল ২নব জাতকের মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার

    0
    306

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৬এপ্রিল,হবিগঞ্জ প্রতিনিধিঃ ১৫ এপ্রিল শনিবার হবিগঞ্জের চুনারুঘাটে বিশাল বৈশাখী মেলার আমেজ। দলে দলে লোকজন ছুটছেন বৈশাখী মেলায়। হঠাৎ পৌরসভার চন্দনা গ্রামের একটি ব্রীজের নীচে একটি ব্যাগ দেখতে পায় স্হানীয়রা। পরিত্যাক্ত ব্যাগটি দেখে লোকজনের মাঝে নানান প্রশ্ন দেখা দিয়েছে। মনে মনে আতঙ্ক ও বিরাজ করছে। তবুও সাহস করে এগিয়ে গিয়ে পরিত্যাক্ত ওই ব্যাগ খুলে দেখতে পায় দুই নব জাতকের মরা দেহ। তৎক্ষনাত চুনারুঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুই নব জাতকের মরা দেহ উদ্ধার করেন।

    স্হানীয়রা জানান,সম্ভবত স্থানীয় হাসপাতালে ওই দুই শিশুর জন্ম দেন কোন মা। কিন্তু অবৈধ প্রেমের জমজ সন্তান নিয়ে বিপাকে পড়ার সম্ভবনা আছে মনে করে নব জাতকদ্বয়কে ব্যাগে করে এনে এখানে ফেলে রেখে যায়।