অবৈধ পথে ভারতে ফেরার সময় ২৬ নারী-পুুরুষ আটক

    0
    431

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জুলাই,এম ওসমান: যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় ২৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) পৃথক অভিযানে বেনাপোল সীমান্তের সাদিপুর বেলতলা ও বেনাপোল-পুটখালী সড়ক থেকে এদের আটক করা হয়।
    আটক নারী-পুরুষের মধ্যে ২১ জনের নাম পাওয়া গেছে।

    এরা হলেন- ময়মনসিংহ ত্রিশাল উপজেলার দুলাল মিয়ার ছেলে সোহেল (২২), জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার সাদিক হোসেনের ছেলে রব্বানি (২৩), শরিয়তপুর সদরের আনিসুদ্দির ছেলে সাইদুল (২০), আজিজ খানের ছেলে মাসুম খান (২৩), পালংখানা উপজেলার সোবহান ঘরামির ছেলে পান্নু ঘোরামি (২৮), আসরাফ আলী ঘরামির ছেলে রাসেল ঘরামি (২৫), গুকসাই উপজেলার দেওলোয়ার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৫), শাহাজান হাওলাদারে ছেলে আব্দুল খালেক হাওলাদার (২০), আবু বক্করের ছেলে ইব্রাহীম (২২), রউব সরদারের ছেলে সোহেল সরদার (২০), যশোর সদরের রবিউল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৮), আদু বিশ্বাসের ছেলে আলম বিশ্বাস (১৮), হারুনর রশিদের ছেলে সামসুল জামান মন্টু (১৮), মাদারীপুর জেলার কালকিনী উপজেলার আজিজ রহমানের ছেলে ইমরান খাঁন (২০), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের মিজান শেখের স্ত্রী পলি আক্তার (২৩), শিশু আরমান শেখ (০৫), খুলনার কয়রা উপজেলার আনসারে ছেলে ফারুক হোসেন (২৮),নারায়ণগঞ্জ সদরের বিল্লাল হোসেনের ছেলে ওমর ফারুক (৩৮), মাদারীপুর সদরের আব্দুর রউফ সরদারের ছেলে আব্দুল হায়দার (১৮), দেলগুয়া উপজেলার আকাশের ছেলে আলামিন (২৪) ও রাজবাড়ি সদরের আকবার খানের ছেলে দেলোয়ার খান (১৮)।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ অপূর্ব হাসান জানান, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে (১১সি) থানায় মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।