অবৈধভাবে বালু উত্তোলনঃহুমকির মুখে খোয়াই ব্রীজ

    0
    276

    আমারসিলেট24ডটকম,২৮নভেম্বর,চুনারুঘাট সংবাদদাতাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই নদীর উবাহাটা বালু মহালে হবিগঞ্জ অংশের ইজারাদার অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে খোয়াই নদীর ব্রীজ। হবিগঞ্জ অংশের ইজারাদার নাজমুল হোসেন সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ব্রীজের ২’শ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে হুমকির মুখে পড়েছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ। এভাবে বালু উত্তোলন করলে যেকোন সময় ব্রীজের মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য যে, চুনারুঘাট অংশের ইজারাদার সরকারি নিয়ম নীতি মেনে ব্রীজের ৬’শ ফুটের বাহির থেকে বালু উত্তোলন করছেন।

    পক্ষান্তরে হবিগঞ্জ অংশের ইজারাদার অবৈধভাবে প্রভাব বিস্তার করে চুনারুঘাট অংশের উবাহাটা বালু মহালে ব্রীজের ২’শ ফুটের মধ্যে বালু উত্তোলন করছে। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ মহাল সংক্রান্ত বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি চিঠি প্রেরণ করলে জেলা প্রশাসক চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিলে চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহীন ও চেইনম্যান আব্দুল হান্নান সম্প্রতি উবাহাটা বালু মহালে গিয়ে মাপঝোক করে দিলে চুনারুঘাট অংশের ইজারাদার নিয়ম নীতি মেনে বালু উত্তোলন করেন। কিন্তু হবিগঞ্জ অংশের ইজারাদার নিয়ম নীতি উপেক্ষা করে উবাহাটা বালু মহালের ব্রীজের ২’শ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখেন। এ নিয়ে চুনারুঘাট অংশের ইজারাদার ও হবিগঞ্জ অংশের ইজারাদারের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।