অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলে ১৩ নারী-পুরষ আটক  

    0
    201

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০এপ্রিল,এম ওসমানঃ অবৈধপথে ভারতে যাওয়ার সময় আজ বৃহস্প্রতিবার সকালে বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে বাংলাদেশী ১৩ নারী-পুরষকে আটক করেছে বিজিবি সদস্যরা।  তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র খুলনা ২৩ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার শামসুর রহমান জানান, সকালের দিকে বিপুল সংখ্যক নারী-শিশু ভারতে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করা হয়।

    আটক নারী-পুরুষরা হচ্ছে- খুলনার যতিন্দ্ররায়ের ছেলে উজ্জ্বল রায় (৪২), উজ্জ্বল রায়ের স্ত্রী সাথী রায় (২৭), প্রফুল্ল রায়ের ছেলে রবি রায় (৭০), রবি রায়ের স্ত্রী চম্পা রানী (৫৫), কালিপদের স্ত্রী দিপালী রানী (৫৫), বাগেরহাটের নূর মোহাম্মদের স্ত্রী কদবানু (৫০), কালাচাঁন সরকারের স্ত্রী চারুলতা সরকার (৩৫), গৌরপদের স্ত্রী সুমিত্রা (৬০), যশোরের ওসমান আলীর ছেলে জাকির হোসেন (২০), পিরোজপুরের নবীন্দ্রনাথের ছেলে লিটন বওয়ালী (২৭), সনাতন গইনের স্ত্রী পারুল গাইন (৩৭), মনিন্দ্র রায়ের স্ত্রী কমলা রায় (৬৫) ও রবীন্দ্রনাথের স্ত্রী আরতী বওয়ালী (৩৭)।

    বিজিবি সদস্যরা আটক নারী পুরুষদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। তাদের বিরদ্ধে অবৈধ পারাপার আইনে (১১ সি) মামলা দায়ের করা হযেছে।