অবশেষে শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় নিয়ে সিদ্ধান্ত

    0
    278

    হৃদয় দাশ শুভ,নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল,কলেজ ও মাদ্রাসাসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এর সামনে পৌরসভার ময়লার ভাগার বিষয়ে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম , জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার  মোঃ শাহজালাল,শ্রীমঙ্গলের  নবাগত ইউএনও নজরুল ইসলাম,পৌরসভার মেয়র  মোঃ মহসীন মিয়া মধু ও ৩ নং শ্রীমঙ্গল ইউপির চেয়ারম্যান ভানু লাল রায়,আলহাজ্জ সিরাজুল ইসলাম হারুন,অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছকির মিয়া,ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানা,হাজী মোঃ কামাল হোসেনসহ পরিদর্শন করেন।

    পরিদর্শন শেষে জটিলতা নিরসনে এলাকাবাসীর সাথে আলোচনা করতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় বসেন৷

    বৈঠক সুত্রে জানা যায়,ময়লা ফেলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷এতে সর্বসম্মতিতে আগামী ৬ মাসের মধ্যে অন্যত্র ময়লা ফেলার সিদ্ধান্ত হয় এবং বর্তমান কলেজ রোডের ময়লার ভাগাড়ের স্থানটিকে টিন দিয়ে বেষ্টনী দিয়ে  ময়লা ফেলতে বলা হয়। পরে সর্বসম্মতিতে পৌরসভার ক্রয়কৃত জমির (জেটি রোড এর) ভুমি উন্নয়ন করার সিদ্ধান্ত হয় এবং হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে বলা হয়৷