অবশেষে জৈন্তাপুরে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার হল

    0
    225

    হত্যাকারী কিশোর আটক-২

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী শ্রী পুলক চন্দ্র রাউৎ(১৪) এর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

    এলাকাবাসীর সহযোগিতায় ২ হত্যাকারী আটক করা হয়েছে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- গত ১০ডিসেম্বর বৃহস্পতিবার স্কুল থেকে ঔষধ কিনার উদ্দ্যেশ্যে সারীঘাট বাজারে আসছে বলে পুলক তার মাকে জানায়। কিন্তু ঔষধ কিনে সে আর বাড়ী ফিরে যায়নি। এনিয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুঁজির পরেও তাকে না পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলকের পিতা সাধারণ ডায়েরী করেন।

    এলাকাবাসী সন্দেহ হলে গত ১৭ ডিসেম্বর রাতে উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শফিক আহমদের ২ছেলে আব্দুল কুদ্দুছ(১৮) এবং শাহাব উদ্দিন শাবু(১৮) দ্বয়কে সন্দেহ ভাজন হিসাবে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসেন।

     আকটকৃতরা পুলিশের কাছে অপকটে স্কুল ছাত্র পুলক হত্যার দ্বায় স্বীকার করে এবং লাশ কোথায় ফেলে রেখেছে তা পুলিশকে জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহা সড়কের পাখিটিকি নামক স্থানের বড় ভূইয়া ফিসারিজের দক্ষিণ-পূর্ব পার্শ্ব এলাকার হইতে নিহত পুলকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

    উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস. আই মিন্টু জানান- আমরা মোবাইল ফোন ট্যাকিং এবং এলাকাবাসীর সহযোগিতায় কুদ্দুছ এবং শাবু কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। জিজ্ঞাসাবাদে তারা জানায় ৩ জন মিলে পুলককে হত্যা করে লাশ সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিখি এলাকার ভূইয়া ফিসারীজের দক্ষিণ-পূর্ব পাশ্বে ফিসারীতে আগাছা (জারমনি) দিয়ে ঢেকে রাখে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এবং তাদের সহযোগী বাউরভাগ উত্তর (পুঞ্জি) গ্রামের দুলি বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস (২০) কে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    এবিষয়ে অফিসার ইনচার্জ সফিউল কবির জানান- ২আসামী গ্রেফতার করা হয়েছে লাশ উদ্ধার হয়েছে অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত হত্যা মামলা দায়ের করা হবে।তবে কি কারনে তাকে হত্যা কয়া হয়েছে তা এখনো জানা যায়নি।