অবশেষে চরম দুঃসংবাদই এলো:নিখোঁজ বিমান বিধ্বস্ত

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬আগস্ট : ৫৪ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের অধিবাসীরা জানিয়েছেন- তারা বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন। কয়েক জন সরকারি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। আরোহীদের সবাই প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক খবরে বলা হচ্ছে।

    ইন্দোনেশিয়ার ত্রিগানা এয়ারলাইন্সের এ বিমানটি পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরা থেকে দুর্গম পার্বত্য এলাকা ওকসিবিলে যাচ্ছিল। ওড়ার কিছু সময় পর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটিতে ৪৪ জন বয়স্ক লোক, পাঁচটি শিশু এবং পাঁচজন ক্রু ছিলেন। ওড়ার ৪৫ মিনিট পর বিমানটির অবতরণের কথা ছিল।

    ত্রিগানা এয়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক ক্যাপ্টেন বেনি সুমারইয়ান্তো জানান, বিমানটি অবতরণের ১০ মিনিট আগে ওকসিবিল কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু বিমানটি আর পৌঁছায়নি।irna