অপরাধ আর মানবাধিকার এক জিনিস নয়ঃসুলতানা কামাল

    0
    214

    আমারসিলেট24ডটকম,এপ্রিলগত তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল বলেছেন, বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি ভাল নয়। মানবাধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সমাজে ঘটে যাওয়া অপরাধ আর মানবাধিকার এক জিনিস নয়। মানুষের অধিকারের সাথে মর্যাদার সম্পর্ক রয়েছে। মানবাধিকার রক্ষায় জনগণের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। মানবাধিকার কি এবং কিভাবে রক্ষা করতে হয় তা জানতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিককে আত্ম-নির্ভরশীল ও মর্যাদাবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সামাজিক নিরাপত্তার পাশাপাশি সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের মানবাধিকার পরিস্থিতির সার্বিক উন্নয়ন সম্ভব হবে। তিনি আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে নেত্রকোনা মানবাধিকার ফোরামের উদ্যোগে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ‘নেত্রকোনা জেলার ২০১৩ সালের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা’ প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।ফোরামের আহবায়ক এডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুজ্জোহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল ও সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।