অনলাইন পদ্ধতিতে ২০১৫ হজের নাম নিবন্ধন শুরু

    0
    228

    আমারসিলেট24ডটকম,১৬ডিসেম্বরঃ  অনলাইন পদ্ধতিতে ২০১৫ হজের নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত।
    আপাতত নাম নিবন্ধনের জন্য মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট লাগবে না। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ থাকলেই হজযাত্রীরা নাম নিবন্ধন করতে পারবেন। তবে ভিসা আবেদনের সময় মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট জমা দিতে হবে।
    www.haj.govbd ওয়েব সাইট বা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে হজ ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। পরে ব্যাংকে টাকা জমা দিয়ে স্থানীয় জেলা প্রশাসক কার্যালয়ে ফরম জমা দিতে হবে।