অনলাইনে ছদ্মবেশে তৎপর ওরা ৩৮০ জন জঙ্গী!

    0
    300

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে সক্রিয় রয়েছেন উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৩৮০ সদস্য। বিভিন্ন সময় তারা প্রগতিশীল লেখক ও ব্লগারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দিচ্ছেন। ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তৈরি করছেন ‘হিটলিস্ট’। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রপন্থিদের কর্মকাণ্ডের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন কোনো নজরদারি না থাকায় টার্গেট করা ব্যক্তিদের অনেক সময় আগাম ‘ঘোষণা’ দিয়ে হত্যা করা হচ্ছে। সর্বশেষ প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে কাপুরুষোচিতভাবে হত্যার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে একাধিক দফায় হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি টুইটারবার্তায় হত্যার দায় স্বীকার করে ‘আনসার বাংলা-৭’ নামে একটি সংগঠন। এর আগেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রগতিশীল লেখক ও ব্লগারদের ওপর হামলা চালিয়ে বিভিন্ন উগ্রপন্থি সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পোস্ট করে তার দায় স্বীকার করা হয়।অনলাইনে তৎপর ওরা ৩৮০

    ব্লগারদের হত্যা ও হত্যাচেষ্টায় অভিযুক্ত ধর্মীয় উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৩৮০ সদস্যের একটি তালিকা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই সদস্যরা নামে-বেনামে আনসারুল্লাহর বিভিন্ন অনলাইন ফোরামে যুক্ত। তাদের কেউ দেশে, আবার কেউ দেশের বাইরে থেকে সক্রিয় রয়েছেন। অনলাইনে নিজেদের ‘ক্লোজড গ্রুপে’ (সীমাবদ্ধ গোষ্ঠী) তারা হত্যা-হামলায় উসকানি দেওয়ার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনাকরেন। সেখানে তাদের গোপন মিশনের খবর ও ছবিও দেওয়া থাকে। আনসারুল্লাহ সদস্যদের নামের তালিকার একটি অনুলিপি সমকালের কাছে রয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, সংগঠনটির আদর্শিক গুরু জসীমুদ্দিন রাহমানী। বিভিন্ন সময়ে সংগঠনটির অন্তত ৩০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
    অনেকে পরে জামিনও পেয়েছেন। আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারীরা আল কায়দার মতাদর্শে বিশ্বাসী বলে জানান গোয়েন্দারা।র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সমকালকে বলেন, উগ্রপন্থি যে কোনো সংগঠনের নেতাকর্মীদের আইনের আওতায় নিতে র‌্যাব বিশেষ নজরদারি রাখে। তাদের আর্থিক উৎস বন্ধ করা জরুরি। উগ্রপন্থিদের অনেকে আবার ছদ্মবেশে অপতৎপরতা চালায়।এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম সমকালকে বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের উগ্রপন্থি জঙ্গিদের তৎপরতা সম্পর্কে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। তাদের অপতৎপরতা প্রতিহত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাসহ কয়েকটি ঘটনায় উগ্রপন্থি এ সংগঠনের অনুসারীরা জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল।

    ডিবি সূত্র জানায়, আনসারুল্লাহ বাংলা, দাওয়া ইলাল্লাহ, বাবুল ইসলাম বাংলা বিভাগ, আনসার আল ইসলাম বাংলাদেশ_ এসব নামে কিছু ওয়েবসাইট, ব্লগ ও ফেসবুক পেজ রয়েছে। এর বেশির ভাগই পাকিস্তান থেকে পরিচালিত হয়। অনলাইনের এসব ফোরামেই মূলত আনসারুল্লাহ সদস্যদের মধ্যে যোগাযোগ হয়। সদস্য ছাড়া কেউ ওই ফোরামে ঢুকতে পারেন না। বিভিন্ন সময়ে গ্রেফতার আনসারুল্লাহ সদস্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা কৌশলে ওই সব ব্লগ, পেজ ও ওয়েবসাইট থেকে সদস্যদের নামের তালিকা সংগ্রহ করেন। এতে দেখা যায়, নিজেদের নিরাপদে রাখতে অনেকেই ছদ্মনামে অনলাইনে যুক্ত রয়েছেন। সদস্যদের অন্তত ৪৫ জন অন্যদের চেয়ে বেশি সক্রিয়। এর মধ্যে রয়েছেন_ আল আওলাকি, আল আন্দালুজ, আবদুর রহমান, দাউদ ইব্রাহিম, আবু মুহাম্মদ, তাহসিন আহমেদ, জায়েদ বিন হারিস, আবদুল্লাহ মোহাম্মদ, আগন্তুক ও ঈগল। তাদেরসহ অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

    আনসারুল্লাহর অনলাইন ফোরামে গিয়ে দেখা যায়, আয়মান আল জাওয়াহিরির সাম্প্রতিক বক্তব্য বাংলায় অনুবাদ করে দেওয়া রয়েছে। এটির শিরোনাম ‘নীরবতার পেছনে গণহত্যা’। জঙ্গি সংগঠন আল কায়দার ম্যাগাজিন ‘ইন্সপায়ার’-এ লেখাগুলোর অনুবাদও প্রকাশ করা হয়েছে। এতে একে-৪৭ ব্যবহারের সচিত্র বর্ণনা দেওয়া রয়েছে। আল-আনসার নামে বাংলাদেশ থেকে প্রকাশিত একটি ই-ম্যাগাজিনও রয়েছে। গত বছরের ২৪ জুন মোহাম্মদপুরে ব্লগার রাকিব মামুনকে গুলি এবং এর আগে সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার খবরও সেখানে দেওয়া রয়েছে।

    সম্প্রতি মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে হত্যাচেষ্টা, মোহাম্মদপুরে রাকিব মামুন নামের এক ব্লগারকে গুলি ও আশুলিয়ায় আরেক ব্লগারকে একইভাবে হত্যা করা হয়েছিল। ওই সময়ের পর ‘আনসার আল শরিয়া’ ও ‘আনসার আল ইসলাম’ নামে দুটি সংগঠন দায়িত্ব স্বীকার করে। গোয়েন্দাদের ধারণা, পৃথক সংগঠনের ব্যানারে এসব ঘটনায় দায় স্বীকার করলেও তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী। এ ছাড়া মিরপুরে ব্লগার রাজীব হায়দারকে হত্যাকাণ্ডের পর উগ্রপন্থিদের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রেদোয়ান আহমেদ রানার নাম উঠে আসে, যিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দাদের ধারণা, নর্থ সাউথের ওই ছাত্র নতুনভাবে দল গুছিয়েছেন। এমনকি আনসার বাংলা-৭ নামের সংগঠনটি ব্লগার আসিফ মহিউদ্দীনের ‘কুখ্যাত বন্ধু’ তালিকা প্রকাশ করে।

    তালিকায় যারা রয়েছেন :আবদাল্লাহু ৩১৩, আবদেল নাসের ২৩, আবদুল কুদ্দুস, আবদুল মালিক, আবদুল্লাহ, আবদুল্লাহ আবদুর রহমান, আবদুল্লাহ আরাকানী, আবদুল্লাহ ফারুকী, আবদুল্লাহ হাদীদ, আবদুল্লাহ জুনায়েদ, আবদুল্লাহ শিসানি, আবদুল্লাহ ১৬১২১৪, আবদুল্লাহ ২০০১, আবদুল্লাহ ৯১, আবদুল্লাহ ইবনে, আবদুর রহিম, আবদুর রহমান, আবিজয়নাব, আবু আছির, আবু আবদুল্লাহ আল হিন্দি, আবু বকর, আবু দারদা, আবু হামজা, আবু হুজাইফা, আবু ইব্রাহিম, আবু জান্দাল, আবু মুহাম্মদ, আবু মুছাব, আবু ওমর, আবু রুকাইয়াহ আল বাবনাভী, আবু উবায়দা, আবু উমর, আবু উসামা, আবু ওয়াসিম খোরাসানী, আবু ইয়াহিয়া, আবু ওসামা, আবু ওবায়দা, আবু আবদুল্লাহ, আবুবকর, আবু দারদাহ, আবুদাজনা, আবু খতিব, আবু তুরাব, আদিয়াত, আদনান, আদনান রশীদ, আহমেদ ওসামা, আকাশ ১৪, আল আন্দালুজ, আলাদ-দীন জঙ্গি, আলামিন শাহ, আলানসের, আলাওয়ালাকি ২০১১, আলবাত্তার, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আলো, অলটশিফট, আলওয়াকিয়াহ, আমানাতুল্লাহ, অমি আওলাকি, অমি মুজাহিদ, অমি মুসলিম, অমি মামুন, আমিনুল হক, আমিরুল ইসলাম, অ্যানজেলিকা, আনিস মাহমুদ, আনসার, আনসারী, আনসারুল্লাহ বরিশাল টিম, আনসার এলতানজিম, আপেল মাহমুদ, আরাজাখ ৮৩, আরিফ, আসাদ, আসাদুল্লাহ, আসাদ খান, অসিম, আসমট উল্লাহ, আতিক ১২৩, এ টি এম সুলতান, আয়মান, আজাদ বিন হাসান, আজমেরী, আগন্তুক, আবদুল্লাহ আল মাহদী, আবদুল্লাহ হাদীদ, আবু আনওয়ার, আবু মুকাতিল, আবু হামজা, আবদুর রহমান আবদুল্লাহ, আবদুল্লাহ আল আরাকানি, আল-কস্ফামার, আসাদ, আসাদ ২, ঈগল, একজন মুসাফির, একলা ব্লগ, ওসামা, ওসামা মাহমুদ, কালো পতাকা, জাগ্রত বলবীর, জায়মান ক্লোরিন, তিতুমীর, তিতুমীর মিডিয়া প্রতিনিধি, দাউদ ইব্রাহিম, দাওয়াহ ইলাল্লাহ প্রতিনিধি, নাংগা তলোয়ার, পিপীলিকা, ফারহান ইশরাক, ফয়সাল মাহমুদ, বাংলা উসামা, বালাকোট মিডিয়া প্রতিনিধি, মরণজয়ী মুজাহিদ, মুতমাইন বাত্তার, মুসাব ইবনে উমাইর, মুহাজির, মুহাম্মদ বিন কাসিম, মুয়ায, মুয়ায বিন আসাদ, আবুল কাসেম, জামানার মুজাহিদ, রাজু আহমেদ, ললীয়ন, লুকিং গ্গ্নাস, সাজু, সৌভাগ্য, হক কথা, হানিন ইলদারম, হুরের জামাই, বাবুল, বাকরুদ্ধ কণ্ঠ, বাংলার বাঘ, বাংলার ওসামা, বাংলার সালাউদ্দিন, বারাহ ইবন মালেক, বাঁশের কেল্লা, বাজপাখি, বেলাল, বিল্লাল হোসাইন, বিনিমাদুল, ব্ল্যাক ফ্লাগ ফাইটার, কল অব ডিউটি, ক্যারাভান, কার্ডরিডার, কার্ডরিডার ৮, কনফিউজডম্যান, কোর ২, ড্যাং থ্রিআর থান্ডার, দাওয়াহ, দাওয়াহ ইলাল্লাহ, দাওয়াহ ১, ঈগল, ফয়সাল আওলাকি, ফরাজী, ফারুক, ফজলে রাব্বী, ফিলিস্তিন, ফ্ল্যাশ, ফরহাদ, ফয়সাল, ফ্রেন্ড ১০, গ্যাপ, গাজী মো. তানজিল, গাজওয়া ই হিন্দ, এইচ পাপ্পী, হাবিবুল্লাহ, হাদী, হাদিদ, হামিদুল, হানিন এলদারম, হানজালা গাজী, হাসান, হিজামাহ ১২৩, হিজবুল্লাহ, হিন্দের যোদ্ধা, হোসাইন, হোসাইন ৯৫, এইচপি নিউ, হুজাইফা, ইবনে আমিন, ইবনে তালহা, ইব্রাহিম, ইব্রাহিম হানিফা, ইদনাই, আইফোরাম, ইকবাল, ইরফান, ইসলামের আলো, ইসলামিস্তান, জামাল, জামিল, জামিল সামাদ, জামসেদ, জাতির কাকা, জিদাদ, জুবায়ের, জুবায়ের স্কাই, কামাল, খালেদ, খালিদ, খালিদ মনসুর, নলেজ সিকার, লিংকন, লেনোভো, লোকমান আহমেদ, লুবনা জাহান, এম খালেদ, মাহিন খান, মাহমুদ, মাকদিকা, মামুন, ম্যানসম্যানমস, মাসুদ, মসুর, মায়াজ, মো. মনির খান, মো. মোজাম্মেল, মো. আজিজুল ইসলাম, মো. হুমায়ুন কবির উজ্জ্বল, মো. মহিদুল ইসলাম, মো. শাহেদুল ইসলাম, মেহদী, মেহেদী ইকবাল ৭৮৬, মিজানুর, মিনহাজ, মিজানুর রহমান, মোগলি, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ জালাল, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সারওয়ার, মো. তানভীর আলম, মোহাম্মদ রাসেল, মোস্তাফিজুর, মুহাজির, মুহাম্মদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ আত্তা, মুহাম্মদ সাইমুম, মুহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ শাকিব, মুহারিব, মুজাহিদ, মুজাহিদুল ইসলাম, মুসা, মুসা সেরান, মুসা অনিক, মুসাব, মুসাব বিন আবদুল্লাহ, মুসাফির, মুস্তাকিম, মোজাহুর, নাবিল, নাফিসা, নাহিদ, নফল, নিহাদ, নিয়াজ, নূসরাত, ওমর ফারুক, ওমর ফারুক, পারকিলিন, পাথরচনা, প্লাবন, পথিক, পিওর মুসলিম বিডি, পুষ্প পরশ, কোয়াক, কুরবান, রাফিন, রাহাত, রহমত, রাহমেদ, রাইহান ৭৭৩, রাইহান ২২০, রাকিব, রায়হান, আরকোর, রেড বেঙ্গল, রেজিস্টার বয়, রেভ্যলিউশন উম্মাহ, রুমেল, রুশদী, এস তাইমিয়া, এস এম নায়ীম, সাবিত, সাহিন, সাইফ আল্লাহ, সাইফুল্লাহ, সাইমুন, সালেহীন, সেলিম খান, সামাদ, সম্রাট, সাবরাই, সাফুর রহমান, শহিদুল্লাহ, শেখ আবদুল্লাহ, সাজ্জাদুর রহমান, শামীম, শামীম রিয়াজ, শরিফ, শরিফল মোহাম্মদ, সায়বা, শিহাব, শরিফ রেজা, শোভন, শোয়েব ইউসুফ, সিদ্দিক কাকা, সিদ্দিক মোহাম্মদ, সিদ্দিক ০০১, সিয়াম, স্লেভ অব আল্লাহ, এস এম আবদুল্লাহ, এসএমএস, স্ট্রেইট লাইন, স্ট্রেঞ্জার (নূহ), সুলাইমান, সুলতান, সুপার শমসের, সোর্ড অব আল্লাহ, সৈয়দ কুতুব, ট্যাবট্যাবট, তাহরিদ, তাইমিয়া ইব্রাহিম, তাজুল, তালেবান বাংলাদেশ, তালহা, ট্যাংগো ৬, চার্লি ৭, তারেক, তারিক বিন জিয়াদ, তাসিন আহমেদ, তাউস, টেস্টি এমএসএন, টেস্টি টি, তেরস্মামাসমা, দি আল্লাহ সোর্ড, তৌহিদ, তৌহিদ হাসান, ট্রুথফুল, তুফান ৩১৩, উবায়দ, উফজায, উমর, উমর মাহমুদ উথমান, ঊষার আলো, জিজেমো, ইয়াসিন, ইয়াসিন মালিক, ইয়ুথম্যান, জাবির, জহির আব্বাস, জাহিদ মাহদী, জায়েদ বিন হারিস, জুলফিকার, জুলফিকার জিডিবি ও জুনদুল্লাহ। এ ছাড়া তৌহিদ ১, তৌহিদ ২, ভিওপসি, আবু হামজা ও এম এ রাজ্জাক নামে খোলা ই-মেইল ঠিকানার বিপরীতে আরবি হরফে লেখা চারটি আইডি।সূত্রঃ sunni bd