অধিক ফসল ফলানোর লক্ষ্যে শ্রীমঙ্গলে কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত

    0
    319

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯নভেম্বর,নিজস্ব প্রতিনিধিঃ   ১৮ই নভেম্বর রোজ শনিবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমংগল উপজেলা কৃষি অফিস মিলনায়তনে, রবি ১৭/১৮ মৌসুমের কৃষকদের বিভিন্ন বিষয়ের উপরে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরনে একদিনের প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

    এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৬০ জন কৃষক অংশগ্রহন করেন।
    উক্ত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন,শ্রীমংগল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সফর উদ্দীন।সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার অধিকাংশ এলাকা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়।
    দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বৃহত্তর সিলেটে আধুনিক কৃষির প্রচলন কম হওয়ায় এ অঞ্চলে কৃষির উন্নয়ন আশানুরূপ হয়নি। যার ফলে এ অঞ্চলে কৃষির সম্ভাবনা যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়নি।
    অপ্রতুল সেচ সুবিধা, যথা সময়ে বৃষ্টিপাতের অভাব,অধিক বৃষ্টি হওয়ার কারনে আকস্মিক বন্যা, শ্রমিক স্বল্পতা ও শ্রমিকের মজুরি চড়া, প্রবাসী জমি মালিকদের জমি লীজ দিতে অনীহা, আধুনিক কৃষি প্রযুক্তি না জানা ইত্যাদি কারনে এ অঞ্চলের অধিকাংশ জমি বিভিন্ন মৌসুমে বিশেষ করে রবি মৌসুমে খালি পড়ে থাকে।যার ফলে এ অঞ্চলে শস্যের নিবিড়তা কম। এ অঞ্চলের মানুষদের আধুনিক কৃষির মাধ্যমে অধিক মুনাফাতে উদ্বুদ্ধ করতে পারলে। প্রবাসী জমি মালিকদের কৃষিতে বিনিয়োগে উৎসাহিত করতে পারলে শস্যের নিবিড়তা বৃদ্ধি পাবে বলে মনেকরেন বক্তারা।
    ক্রমশ  বৃদ্ধিপ্রাপ্ত জনগনের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে বাংলাদেশ সরকার সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা প্রকল্প গ্রহন করেছে ।  যাতে একই জমি ব্যবহার করে অধিক ফসল ফলানো যায়।সিলেট বিভাগের ৪টি জেলার ৩০টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
    প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদ ও রবি শস্য বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা।